Reactive Accelerator
1.4 -Pages and Layouts

পেজ এবং লেআউটস (Pages and Layouts)

এই লেসনে আমরা layout.js, page.js, এবং template.js ফাইলগুলোর ব্যবহার সম্পর্কে জানবো। এই পেজে কীভাবে এবং কখন এই বিশেষ ফাইলগুলো ব্যবহার করতে হয়, তা ব্যাখ্যা করা হয়েছে।

পেজস (Pages)

একটি পেজ হলো এমন UI যা একটি নির্দিষ্ট রাউটের জন্য তৈরি হয়। আপনি একটি page.js ফাইল থেকে একটি কম্পোনেন্ট ডিফল্ট এক্সপোর্ট করে একটি পেজ ডিফাইন করতে পারেন।

উদাহরণস্বরূপ, আপনার ইন্ডেক্স পেজ তৈরি করতে, app ডিরেক্টরির ভেতর page.js ফাইল যোগ করুন:

// `app/page.tsx` হলো `/` URL-এর জন্য UI
export default function Page() {
  return <h1>Hello, Home page!</h1>;
}

এরপর, নতুন পেজ তৈরি করতে, একটি নতুন ফোল্ডার তৈরি করুন এবং তার ভেতর page.js ফাইল যোগ করুন। উদাহরণস্বরূপ, /dashboard রাউটের জন্য একটি পেজ তৈরি করতে, dashboard নামে একটি নতুন ফোল্ডার তৈরি করুন এবং তার মধ্যে page.js ফাইল যোগ করুন:

// `app/dashboard/page.tsx` হলো `/dashboard` URL-এর জন্য UI
export default function Page() {
  return <h1>Hello, Dashboard Page!</h1>;
}

গুরুত্বপূর্ণ তথ্য:

  • .js, .jsx, বা .tsx যেকোন ফাইল এক্সটেনশন ব্যবহার করা যেতে পারে।
  • page.js ফাইল ছাড়া কোনো রাউট পাবলিকলি অ্যাক্সেসযোগ্য হবে না।
  • পেজগুলো ডিফল্টভাবে Server Component, তবে আপনি এটিকে Client Component হিসেবেও সেট করতে পারেন।
  • Client Component হিসেবেও সেট করতে পেজের টপ লেভেলে "use client" লিখে দিতে হবে।
  • Next.js এ পেজগুলো ডেটা ফেচ করতে পারে।

লেআউটস (Layouts)

লেআউটস মুলত এপ্লিকেশনের লেআউটসকে রিপ্রেজেন্ট করে। একি লেআউট বিভিন্ন পেজ শেয়ার করতে পারে।

  • এক পেজ থেকে অন্য পেজে নেভিগেশনের সময় লেআউট পুনরায় রেন্ডার হয় না বিধায় এর ভিতরের সমস্ত স্টেট অপরিবর্তিত থাকে।
  • লেআউটগুলো nested হতে পারে।

Root Layout (required*):

Root Layout অ্যাপ্লিকেশনের জন্য প্রাইমারি লেআউট। সমস্ত রাউট এই লেআউট ব্যাবহার করে। এপ্লিকেশনের html এবং body ট্যাগ এই লেআউটের ভিতরে ডিফাইন করা থাকে।

export default function RootLayout({ children }) {
  return (
    <html lang="en">
      <body>
        <main>{children}</main>
      </body>
    </html>
  );
}

Nested Layout:

যেকোন রাউট সেগমেন্টে কোন লেআউট প্রয়োজন হলে সেখানে Layout নেয়া যেতে পারে। যেমন আমাদের যদি Root Layout ছাড়াও অ্যাপের ডেসবোর্ডের জন্য কোন আলাদা লে-আউট প্রয়োজন হয় তাহলে আমরা app/dashboard/layout.js ফাইল তৈরি করে Nested Layout ডিফাইন করতে পারি।

export default function DashboardLayout({ children }) {
  return (
    <section>
      <nav>Dashboard Navigation</nav>
      {children}
    </section>
  );
}

গুরুত্বপূর্ণ তথ্য:

  • Layouts Server Component ডিফল্টভাবে।
  • Root Layout-এ শুধুমাত্র html এবং body ট্যাগ থাকতে পারে।
  • লেআউট একটি page.js ফাইলকে মোড়ানো অবস্থায় রাখে।

টেমপ্লেটস (Templates)

Templates হলো হুবুহু লেআউটের মতো, তবে এটি প্রতিটি পেজের জন্য নতুন instance তৈরি করে এবং প্রতিটি নেভিগেশনের সময় DOM পুনরায় রেন্ডার হয়ে নতুন করে তৈরি হয়।
যদি আমদের রিকোয়ারমেন্ট এমন হয় যে, প্রতিবার নেভিগেশনে লেআউটসকে রি-রেন্ডার হতে হবে, তাহলে আমরা সেক্ষেত্রে layout.js ব্যাবহার না করে template.js ব্যাবহার করতে পারি।

export default function Template({ children }) {
  return <div>{children}</div>;
}

Metadata:

Next.js-এ Metadata API ব্যবহার করে <head> ট্যাগে title এবং meta কনফিগার করা যায়। সুধু টাইটেল এবং ডেস্ক্রিপশন ই নয়,আমারা প্রয়োজনীয় সকল মেটা ডাটা এখানে ব্যাবহার করতে পারি। এক্ষেত্রে page.js থেকে আমাদের একটা Metadata অব্জেক্ট রিটার্ন করে দিতে হয়।

import { Metadata } from 'next';
 
export const Metadata = {
  title: 'Next.js',
};
 
export default function Page() {
  return <h1>Welcome to Next.js!</h1>;
}