React
কি ?
রিয়াক্ট হলো ফেসবুকের ডেভেলপ করা একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। যা একই সাথে ন্যটিভ এবং ওয়েব ইন্টারফেস ডিজাইন করতে সহায়তা করে থাকে। এটি জাভাস্ক্রিপ্ট এ লেখা জাভাস্ক্রিপ্ট এর ই একটা লাইব্রেরি।
ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার Jordan Walke 2011 সালে PHP এর একটা Component Based Framework XHP-js থেকে ইন্সপায়ার হয়ে React.js তৈরি করেন। 2011 সালে এটা প্রথম ফেসবুকের নিউজফিডে ইম্পিলিমেন্ট করা হয় এবং ২০১২ সালে এটা ইন্সটাগ্রামে ব্যবহার করা হয়। ২০১৩ সালে React.js কে ওপেন সোর্স করে দেয় ফেসবুক কোম্পানি। রিয়্যাক্ট এর ওপেন সোর্স গিটহাব রিপোজিটরি React.js (opens in a new tab) এ ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ছাড়া আর কিচ্ছু নাই।
React
কেন ব্যাবহার করা উচিত,ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এ কি প্রব্লেম ?
যখন আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এ কাজ করি,তখন যেটা হয় যে, ইউজারের ইন্টারেকশনের কারনে যখন কোথাও কোন UI চেঞ্জ করা লাগে, তখন আমাদের প্রতিটা UI চেঞ্জ ম্যানুয়ালি করে দিতে হয়। কিন্তু React
এ আমাদের তা করা লাগেনা। রিয়াক্টে ইউজারেরে কোন ইন্টারেকশনের কারনে যখনি কোন ডেটা বা স্টেট চেঞ্জ হয়,তখন UI টা অটোমেটিক রিয়াক্ট করে,এবং UI টা অটোমেটিক চেঞ্জ হয়। এইযে বার বার যেই UI আপডেট করার প্রসেস, এই প্রসেসটাই অটোমেটিক করার জন্যই মূলত রিয়াক্ট তৈরি করাব হয়েছে।
React
এবং React DOM
কি ?
একটা UI বানাতে আসলে তিনটা দিক ম্যানেজ করা লাগে,
-
- UI/ DOM টাকে বানানো।
-
- User Interaction হ্যান্ডেল করা।
-
- DOM টা ব্রাউজারে রেন্ডার করা ।
React
এবং React DOM
এই দুইটা প্যাকেজ আসলে এই কাজগুলোই করে থাকে।
React
USER INTERFACE বানাতে হেল্প করে এবং ইউজারের ইন্টারেকশনের কারনে যদি কোন ডাটা চেঞ্জ হয় সেটা ম্যানেজ করে।
React DOM
এই প্যাকেজটা DOM টাকে ব্রাউজারে রেন্ডার করে,এবং একবার ব্রাউজারে রেন্ডার করানো হয়ে গেলে সে ডেটা চেঞ্জ এর জন্য অপেক্ষা করতে থাকে,যদি কোথাও কোন ডেটা চেঞ্জ হয়,তাহলে সে তার VERTUAL DOM
এর সেই চেঞ্জটাকে শনাক্ত করে, UI এর যা যা চেঞ্জ করা লাগে তা করে সরাসরি ব্রাউজারে পেইন্ট করে দেয়। এবং ইউজার আপডেটেড UI তা দেখতে পারে।